বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলেও খেলতে পারবেন তিনি।
তবে আরও দুই বছর নিষিদ্ধ থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটে। বিষয়টি বেসরকারি টিভি চ্যানেল যমুনা নিউজকে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি।
জানা গেছে, বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক আইসিসির সদস্যভুক্ত কোনো দেশের বিপক্ষে কোনো প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিতে পারবেন না।
বিপিএলের দ্বিতীয় মৌসুমে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন বছর ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল।
এরপর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন এ লিটল মাস্টার। শনিবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।
গতবছরের ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। আগামী মাসেই সন্তানের বাবা হবেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় দলের হয়ে অনেক রেকর্ডের সাক্ষী আশরাফুল ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি ২০ ম্যাচ খেলেছেন। সবমিলে তার রান ৬ হাজার ৬৫৫।
Leave a Reply