ডেইলি চিরন্তন:কাছের বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে আমরা নিজের ও পরিবারের অনেক বিষয় শেয়ার করে থাকি। এতে সাময়িকভাবে আমাদের মনের কষ্টটা হয়ত লাঘব হয়। কিন্তু আপনি যাকে আপন ভেবে গোপনীয় কথাগুলো বলছেন সে আদৌ গোপন রাখবে কিনা সেটা কেউ ভেবে দেখিনা। আপনার কোন বন্ধু যদি এই কথাগুলো অন্যজনের সঙ্গে শেয়ার করে এবং পরবর্তীতে সেগুলো আপনার কানে আসে তাহলে মনের অবস্থা কী হবে একবার চিন্তা করুন। এতে করে শুধু আপনার নয়, পরিবারেরও সুনাম ক্ষুণ্ন হবে।
যেহেতু বিয়ের পর দাম্পত্য জীবনে পা রাখার সঙ্গে সঙ্গেই জীবনটা একটু অন্যরকম হয়ে যায়। আর নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও একটু সময় লাগে। তাই সবার সামনে বেফাঁস কোন কথা না বলে বরং বুঝে শুনে বলাই ভালো। এমনকি সবচেয়ে কাছের ভালো বন্ধুটির সঙ্গেও দাম্পত্যজীবনের কিছু গোপনীয় কথা শেয়ার না করাই বুদ্ধিমানের কাজ।
জেনে নিন দাম্পত্যজীবনের কোন কথাগুলো কারও সঙ্গে শেয়ার করবেন না-
অর্থনৈতিক বিষয়
আপনার সংসার জীবনে কোন ক্ষেত্রে কতোটা খরচ হচ্ছে কিংবা আপনার অর্থনৈতিক অবস্থা কেমন তা নিয়ে বন্ধুদের সঙ্গে আলাপ না করাই ভালো। এতে আপনার সংসার সম্পর্কে বন্ধুদের একটি পরিস্কার ধারণা হয়ে যায়। এর ফলে পরবর্তীতে তাদের কাছ থেকে কোন সাহায্য নাও পেতে পারেন।
কে সংসার চালায়
বন্ধুবান্ধবের কাছে বড় গলায় বলার প্রয়োজন নেই আপনি সংসারের কতোটা খরচ সামাল দিচ্ছেন কি দিচ্ছেন না। কারণ এতে আপনার এবং আপনার সঙ্গীর আত্মমর্যাদা যুক্ত থাকে। সঙ্গীর কানে কথাটি গেলে তার মানসিক অবস্থা খারাপ হতে পারে।
শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক
শ্বশুরবাড়ির সঙ্গে সবার সম্পর্কই যে ভালো হবে এমন কোন কথা নেই। তাই শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে আপনার সম্পর্ক যেমনই হোক না কেন তা কাছের বন্ধুটির সঙ্গেও শেয়ার করবেন না। আপনি খারাপভাবে কোনো মন্তব্য না করলেও আপনার বলা কথাগুলো হয়ত কেউ খারাপভাবে নিতে পারে। এতে আপনার মার্যাদাও ক্ষুন্ন হতে পারে। কাজেই এসব কথা না বলাই ভালো।
সঙ্গী সম্পর্কে
আপনি নিজের সঙ্গী সম্পর্কে যাই ভাবুন না কেন তা ভুলেও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন না। হতে পারে আপনার বন্ধু নয়, আপনার কথাগুলোর সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ আপনার ক্ষতি করে ফেলতে পারে।
সংসারের গোপন বিষয়
অনেকেই সংসারের গোপন বিষয়গুলো বন্ধুদের সঙ্গে মজা করেই শেয়ার করে ফেলেন। এ কাজটি কিন্তু আপনার নিচু মানসিকতার পরিচয় প্রকাশ করে। কাজেই নিজের ও সঙ্গীর সম্মান বজায় রাখতে সবসময়ই এসব বিষয় শেয়ার করা থেকে বিরত থাকুন।
Leave a Reply