কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি মিস করার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। এরপর তাকে ফেরাতে চেষ্টা কম হয়নি। দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে ম্যারাডোনা- সবাই তাকে দলে ফেরার আহ্বান জানিয়েছেন। কিন্তু সিদ্ধান্তে অনঢ় ছিলেন মেসি। কিন্তু ভক্ত আর দেশের মানুষের আহ্বানকে শেষ পর্যন্ত আর উপেক্ষা করতে পারলেন না। আর্জেন্টিনার জাতীয় দলে ফিরতে চান বলে ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার দু’মাসেরও কম সময়ের মধ্যে তিনি এই ঘোষণা দিলেন।
জুন মাসে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনার হারের পর ২৯ বছর বয়সী মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।
ওই খেলায় পেনাল্টি মিস করেন মেসি।
কিন্তু আর্জেন্টিনার গণমাধ্যমে মেসির যে বিবৃতি প্রকাশ হয়েছে সেখানে তিনি বলেছেন যে, জাতীয় দলকে সাহায্য করতে চান।
বিবৃতিতে মেসি আরও বলেছেন, আর্জেন্টিনার ফুটবলে অনেক কিছু করার আছে যা নিয়ে তিনি বাইরে থেকে সমালোচনা করতে চান না, ভেতরে থেকেই তিনি কাজ করতে চান।
Leave a Reply