কাঁধের অস্ত্রোপচার শেষে অনেকটাই সুস্থ বাংলাদেশী বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমান।
তার সঙ্গে হাসপাতালে দেখা করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল।
এ সময় বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এই মেয়ে মুস্তাফিজের চিকিৎসার খোঁজ-খবর নেন।
পরে নাফিসা কামাল নিজের ফেসবুকে মুস্তাফিজের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।
সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত ভালোবাসা ও শুভকামনা তার (মুস্তাফিজুর রহমান) জন্য বয়ে এনেছি।’
শুক্রবার সকালে মুস্তাফিজকে দেখেন তার কাঁধে অস্ত্রোপচার করা সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।
এরপর স্থানীয় সময় দুপুরে আবার দেখে তিনি বলেছেন, রাতটা হাসপাতালেই থাকতে হবে। শনিবার সকাল ১০টায় আবার তিনি মুস্তাফিজকে দেখতে আসবেন।
এরপরই মূলত মুস্তাফিজ লন্ডনের ক্রমওয়েল হাসপাতাল ছাড়বেন বলে জানা গেছে।
হাসপাতালে কাটার মাস্টারের পাশে থাকা বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, মুস্তাফিজ সুস্থ এবং ভালো আছেন। তাকে শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
তিনি জানান, সার্জন ওয়ালেসের পরামর্শ অনুযায়ী মুস্তাফিজের পুনর্বাসন কর্মসূচি শুরু হয়ে গেছে।
লন্ডনে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও নিয়মিত মুস্তাফিজের অবস্থার খোঁজ রাখছেন।
বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ইউকের এক অনুষ্ঠানে তিনি জানান, মুস্তাফিজের অস্ত্রোপচারের সময় পাশে থাকতেই মূলত তার ইংল্যান্ড আসা।
লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে গত বৃহস্পতিবার মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার করেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ওয়ালেস।
এর আগে কাউন্টি খেলতে গিয়ে কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পান মুস্তাফিজুর রহমান।
Leave a Reply