ডেইলি চিরন্তন:সাবিনা সুলতানা অশ্রু” অর্পূব এই নামটির মধ্যে যেন লুকিয়ে আছে সুখ,দু:খ,হাসি,কান্না।নামটইি যেন বলেদেয় তার ভবষিৎ কতটুকু উজ্জল।
এমানুষটি আর কেউ নয় তিনি হচ্ছেন এ প্রজন্মের সংগীত জগৎ এর এক প্রীয় মুখ যিনি শুরেলা কন্টের যাদুতে লাখো ভক্তের হৃদয় কেড়ে নিয়েছেন ইতিমধ্যে।
ডেইলি চিরন্তন এর সম্পাদক ইকবাল হোসেন আফাজ এর সাথে এক আলাপ চারিতায় অশ্রু বলেন চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট, তাই পরিবারের সকলের আদর শাসনের মধ্যে বেড়ে উঠেছেন,নামটি রেখেছিলেন উনার নানা বড়বোন আখিঁর নামটি ও রেখে দিয়েছিলেন তিনি।মা আর বড় ভাই সৈয়দ এনামুল হক অপুই উনার কৃতিত্বের অংশিদার,সংগীত জগতে তাদের অনুপ্রেরনাই ছিল সব থেকে বেশি।সাত বছর বয়সে গান সেখা শুরু বড় ভাই অপুর কাছে। যদি ও পরর্বতিতে আবৃতি এবং নৃত্যে সমান তালে এগিয়ে যাচ্ছিলেন কিন্ত সবশেষে মায়ের কথায় গানের দিকেই নজর দেন বেশি।ইতি মধ্যে স্থানিয় ও জাতীয় র্পযায়ের ভিবিন্ন প্রতিযোগীতায় কৃতিত্বের সাথে অংশ গ্রহন করেন।
অশ্রুর রুপের পশরা, সখা একক এলবাম দুটি সহ মা ও মাটি,পরবাসি,বিডি এক্সপ্রেস,নীল কমল সহ প্রায় সবগুলি এলবামে তার গাওয়া গান র্দশকদের মন জয় করে নেয়,যার ফলে তার এ প্রতিভার গুনেই হয়তো তিনি এত দ্রুত পেয়ে গেছেন তারকা খ্যাতি।
তিনি অজান্তে ভালবাসা,তোমার জন্য মন কাদে, নাগ সুন্দরি, সালাম ইন মালএশিয়া সহ বেশ কিছু সিনেমায় ও প্লেব্যাক করেছেন ,মুক্তির অপেক্ষায় ও আছে কিছু বাংলা সিনেমা,কয়েকটি গান দারুন ভাবে সাড়াফেলে দিয়েছিল র্দশকদের মাঝে।
গান ছাড়া রান্না করা উনার খুবই পছন্দ বলে চিরন্তনকে বলেন,এছাড়া ও পরিবারের সদস্যদের সময়দিতে,বেড়াতে ও পছন্দকরেন, তিনি বলেন প্রায়ই ভিবিন্ন জায়গা থেকে কাজের অফার আসে নিজের চাহিদা বা পছন্দ মতাে হলে করা হয় তাই সব কাজগুলা করা সম্ভব হয়না।
হাতে বেশ কিছু গান আছ,স্পন্সরের কথা বল্লে তিনি বলেন কেউ বা কোন প্রতিষ্টান যদি স্পন্সর করতে এগিয়ে আসেন সেটা অবশ্যই আমাদের মতাে গান পাগলদের জন্য অনেক মঙ্গলদায়ক হবে।
সবশেষে তিনি র্দশকদের উনার গান শুনার জন্য ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দোয়া চান নিজের স্বপ্ন গুলি সফলের জন্য ।
Leave a Reply