সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসনাত রেজা করিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন। ডিএমপিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাসনাত রেজা করিমের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিতিততে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারও রিমান্ডে নেয়া হয়েছে। পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও রেজাল্ট জালিয়াত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য জানাতে এ ব্রিফিং করা হয়। গতকাল শনিবার দুপুর ১২টা রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং ফল জালিয়াতির করে পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করতো বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো আল রাবিত শুভ, মো. রিয়াজ ভুইয়া, মেহেদী হাসান, নজরুল ইসলাম, আসাদুজ্জামান গালিব। তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ ও অন্যন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
Leave a Reply