ঘরোয়া লিগ দিয়ে আবার ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন মোহাম্মদ আশরাফুল। এ জন্য ৩২ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান পাখির চোখ করেছেন সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসরকে! তবে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুলের ঘরোয়া লিগ খেলার ভাগ্য এখন নির্বাচক ও ফ্রাঞ্চাইজিদের হাতে বলেই জানালেন আকরাম খান।
গতকাল সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘আশরাফুল ২০১৮ সালের পর বিপিএল খেলতে পারবে। দেশের বাইরে প্রথম শ্রেণির ম্যাচও ২০১৮ সালের পর খেলতে পারবে। আর বিসিএলে সাধারণত খেলে থাকে এনসিএলের সেরা পারফরমাররা। সে হিসেবে আশরাফুলের বিসিএলে খেলা ফ্রাঞ্চাইজি ও নির্বাচকদের ওপর নির্ভর করছে।’
আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু হবে বিসিএল। তবে ইংল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়া খেলোয়াড়রা বিসিএলের সবগুলো ম্যাচে খেলতে পারবে না। আকরাম খানও তেমনটাই জানালেন। তিনি বলেন, ‘বিসিএলের শুরুতে জাতীয় দলের বেশিরভাগ সদস্যই খেলতে পারবে। তবে ইংল্যান্ড সিরিজের কারণে হয়তো সবাই লিগের সবগুলো ম্যাচে খেলতে পারবে না। ওয়ানডে সিরিজের সময় যারা দলের বাইরে থাকবে তারা বিসিএলে খেলবে। আবার টেস্ট সিরিজের সময় যারা বাইরে থাকবে তারাও খেলবে।’
বিসিএলে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর আভাস দিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম স্বপন। তিনি বলেন, ‘আগে খেলোয়াড়দের ম্যাচ ফি ছিল ৪০ হাজার টাকা। এবার তা বেড়ে ৫০ হাজার টাকা হতে পারে। এ ছাড়া খেলোয়াড়দের ম্যাচ ফির ওপর ভ্যাট ও ট্যাক্স মিলিয়ে মোট ২৫ শতাংশ দিতে হবে।’
এদিকে, বোলিং অ্যাকশনের পরীা দিতে আগামী মাসে অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে তাসকিন আহমেদকে। এ বিষয়ে আকরাম খান বলেছেন, ‘শিগগির তাসকিনের অফিসিয়াল টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। খুব সম্ভবত সে অস্ট্রেলিয়া যাবে টেস্টের জন্য। সানির রিপোর্ট পেলে আমরা ওকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব। রিপোর্ট ইতিবাচক হলে, তাসকিনের সঙ্গে সানীকেও পাঠানো হতে পারে।’
মুক্ত আশরাফুলকে বেঙ্গল টাইগার্সের বরণ
স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আশরাফুল নিষেধাজ্ঞা কাটিয়ে গত ১৩ আগস্ট পেয়েছেন মুক্তি। ঘরোয়া ক্রিকেটের মধ্য দিয়ে তিন বছর পর ফিরছেন ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ফ্যান কাব বেঙ্গল টাইগার্স মুক্ত আশরাফুলকে জানিয়েছে স্বাগত। গতকাল রাজধানীর গোপীবাগের রেস্টুরেন্ট টিফিন বক্সে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এবং কেক কেটে বরণ করে নিয়েছেন এই ফ্যান কাবটি। ক্রিকেটে আশরাফুলের প্রত্যাবর্তনে শুভকামনা জানিয়ে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছে বেঙ্গল টাইগার্স। সমর্থকদের সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করায় বেঙ্গল টাইগার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্রিকেটে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আশরাফুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল টাইগার্সের প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির আহমেদ রুবেল, গোলাম ফারুক ফটিক, মশিউর রহমান টুটুল, জিয়াউর রহমান তপু, সাইফুল ইসলাম, মোস্তাক হোসেন, আবিদ আব্বাস কিষান, আসাদুজ্জামান শাহীন ও অনিমেষ দাস প্রমুখ।
Leave a Reply