ডেইলি চিরন্তন:আজ ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন। জাতির এই শোকের দিনে বঙ্গবন্ধু স্মরণে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে নানা অনুষ্ঠান। এক নজরে দেখে নিন আজকের অনুষ্ঠানসূচি :
বাংলাদেশ টেলিভিশন :বিকাল ৪টায় প্রামাণ্য অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর জাপান সফর’। বিকাল ৫টা ৫ মিনিটে শিশুদের অনুষ্ঠান ‘টুঙ্গিপাড়ার সেই ছেলেটি’, সন্ধ্যা ৭টায় কবিকণ্ঠে কবিতাপাঠ অনুষ্ঠান ‘পিতার প্রতি পংক্তিমালা’ , রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ৯টায় আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন’, সাড়ে ৯টায় প্রামাণ্য অনুষ্ঠান ‘সোনালি সুদিন’ এবং রাত সাড়ে ১০টায় প্রচার হবে বঙ্গবন্ধু স্মরণে সংগীতানুষ্ঠান ‘মুজিব বাইয়া যাওরে’।
এটিএন বাংলা : বিকাল ৩টা ১০ মিনিটে প্রচার হবে তথ্যচিত্র ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। ৫টা ২০ মিনিটে প্রামাণ্য অনুষ্ঠান ‘মধুমতির তীরে’, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ‘উদিত সূর্যে বঙ্গবন্ধু’, রাত ৮টায় প্রামাণ্যচিত্র ‘মুজিব বহমান’, ৮টা ৪৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘স্মরণে বঙ্গবন্ধু’ এবং ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘না ভোলা প্রহর’।
চ্যানেল আই :সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘স্মৃতির মিনার’। রানা মাসুদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, ওমর আয়াজ অনি, শামীমা তুষ্টি, এমএ আলম সোহাগ, শামীম, এনায়েত কবির খান সূর্য, প্রিয়ন্তী শ্রাবণ ও শিশুশিল্পী তূর্ণ।
আরটিভি : আরটিভির প্রতিদিনের অনুষ্ঠান ‘তারকালাপ’-এ শোক দিবস নিয়ে কথা বলবেন সাহিত্যিক সেলিনা হোসেন। এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় সকাল ১০টা ৪০ মিনিটে প্রচার হবে এটি।
দেশ টিভি : বিকাল ৫টায় প্রচার হবে টকশো ‘বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ প্রতিরোধ’। এতে অংশগ্রহণ করবেন অজয় দাশগুপ্ত, স্বপন চন্দ, ইসমত কাদিও গামা এবং অ্যাডভোকেট রফিক আহমেদ।
বৈশাখী টিভি :রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে কবি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের উপস্থাপনায় ‘স্বদেশের বুকজুড়ে জনকের মুখ’। এতে অংশ নিয়েছেন কবি মুহম্মদ নুরুল হুদা, ড. মুহাম্মদ সামাদ, রবিউল হুসাইন ও আসলাম সানী।
মাছরাঙা টেলিভিশন :সকাল সাড়ে ৯টায় প্রামাণ্যচিত্র ‘টুঙ্গিপাড়ার খোকা’। ১১টায় শিশুতোষ চলচ্চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’, ১টা ৩০ মিনিটে প্রামাণ্যচিত্র ‘স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু’, বিকাল সাড়ে ৩টায় প্রামাণ্যচিত্র ‘সোনালি দিনগুলি’, সন্ধ্যা সাড়ে ৬টায় প্রামাণ্যচিত্র ‘টি-৫৪’, রাত ৮টা ৫০ মিনিটে ‘রক্তাক্ত ১৫ আগস্ট’ এবং ১১টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিয়ে’। সুজেয় শ্যামের উপস্থাপনায় এতে গান পরিবেশন করবেন অপু ও নির্ঝর।
জিটিভি :রাত ৮টায় প্রচার হবে ‘ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি’। আশিক ইব্রাহিমের প্রযোজনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করবেন গোলাম দস্তগীর গাজী, ব্যারিস্টার ফজলে নূর তাপস ও তারানা হালিম। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করবেন কবি নির্মলেন্দু গুণ। এটি উপস্থাপনা করেছেন তানহা তাসনিয়া। ৯টা ১৫ মিনিটে ‘বাংলাদেশ ও বাংলাদেশ’ এবং ১১টায় প্রচার হবে ডকুফিল্ম ‘দ্য স্টোরি অব লিজেন্ড’। এটি চিত্রনাট্য করেছেন বিংকু রিয়াজ।
Leave a Reply