ডেইলি চিরন্তন:বঙ্গবাহাদুর শিকলবন্দি অবস্থায় গরমে অস্থির হয়ে আজ সন্ধায় কাদা মাটিতে পড়ে গোঙ্গাচ্ছিল। এসময় অসুস্থ হাতির সেবা করতে গিয়ে হাতিটির পদাঘাতে গুরুতর আহত হয়েছেন উদ্ধারকারী দলের সদস্য আবু তাহের।
বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিক জানান, বঙ্গবন্ধু সাফারি পার্কে কর্মরত হাতির মাহুত আবু তাহের দীর্ঘদিন যাবত তাদের সাথে বুনো হাতিটি উদ্ধারে কাজ করে যাচ্ছেন। সোমবার সন্ধায় শিকলবন্দি হাতিটি কাদা মাটিতে পড়ে গোঙ্গাচ্ছিল। এসময় অসুস্থ্য হাতির সেবা করতে গিয়ে হাতিটির পদাঘাতে গুরুতর আহত হন আবু তাহের। পরে তাকে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্মরত মেডিকেল অফিসার অসুস্থ্য মাহুত আবু তাহের এর অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ড করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে গুরুতর আহত মাহুত আবু তাহেরকে এম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
Leave a Reply