ডেইলি চিরন্তন:অনুমোদন ছাড়া পরিচালিত দেশের নার্সারি, প্রিপারেটরি ও কিন্ডারগার্টেনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘টাস্কফোর্স কমিটি’ গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এসব শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করে সুপারিশ দিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এ কমিটি গঠন করা হয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার যুগান্তরকে বলেন, আজই এই টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। যাচাই-বাছাই করে টাস্কফোর্স কমিটি এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেবে। সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ওই কর্মকর্তা বলেন, কেউ আর অনুমোদনহীনভাবে শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে পারবে না। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে ২০১১ সালে করা নিবন্ধন বিধিমালা মেনে চলতে হবে।
জানা গেছে, সারা দেশে কত কিন্ডারগার্টেন আছে, তার হিসাব সরকারের কাছেও নেই। অধিকাংশই নিবন্ধন না করেই কার্যক্রম চালাচ্ছে।
Leave a Reply