আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে। কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে। যেন কোনোভাবে শত্রু দেশ ও মানুষের মাঝে হানা দিতে না পারে। ষড়যন্ত্র কারিদের কোন ছাড় দেওয়া হবে না।
নাসিম আজ বিকেলে গুলিস্থানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিতবাদে এই সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, দেশ যখন উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন নানা চক্রান্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদী ও দেশ বিরোধী শক্তিকে আমরা নির্মূল করবো। স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কোন আপোষ নয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।
মো: নাসিম বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে। অথচ তাদের রাজনীতিতে গণতন্ত্রের কোনো অস্থিত্ব নেই। তারা গণতন্ত্রের নামে জাতির জনককে সহপরিবারে হত্যা করেছে, একুশে আগস্টসহ ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে, দেশব্যাপী সিরিজ বোমা হামলা করে। এদেশের জনগণের আর বুঝতে বাকী নেই যে তারা কোন ধরনের গণতন্ত্র চায়। সুতরাং এদেরকে উতখাত করেই এদেশের গণতন্ত্র ঠিকে থাকবে।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার পাশাপাশি কঠোর হবার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আপনাদের আরও কঠোর হতে হবে। ষড়যন্ত্রকারিদের ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে হবে। কোন ছাড় দেওয়া হবে না। ২০১৯ সালের নির্বাচনে সকল ষড়যন্ত্রের মদদ দাতা বিএনপি-জামায়াতকে পরাজিত করতে হবে।
মাহবুব-উল-আলম এমপি বলেন, বেগম খালেদা জিয়া জনরোশ ও ধিক্কার থেকে বাঁচার জন্য জন্মদিন প্রত্যাহার করেছে। অথচ বলছে নেতাকর্মী ও বন্যায় দূর্গতদের কথা বিবেচনা করে তিনি জন্মদিন পালন করছেন না। তার বিগত দিনে এবং আজ অবধি চলমান এই নির্লজ্জ মিথ্যাচারের জন্যেই এদেশের জনগণকে সাথে নিয়ে বেগম জিয়া ও বিএনপিকে রাজনীতি থেকে উৎখাত করবো। স্বাধীনতার মাসে এই আমাদের অঙ্গীকার।
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, ১৯ বার শেখ হাসিনার উপর হামলা, দেশব্যাপী বোমা হামলা, ২১ আগস্টে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা, হলি আর্টিজান রেঁস্তোরায় হামলা স্বাধীনতার পরাজিত শক্তির ৭১ এর অসমাপ্ত কাজ বাস্তবায়িত করারই ধারাবাহিকতা।
খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, বিএনপি ক্ষমতায় এসে এবং বিরোধী দলে থেকে যাচ্ছেতাইভাবে দেশের হামলা করে যাচ্ছে। তারা বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তাই এদেরকে প্রতিহত নয়, নির্মূল করতে হবে।
Leave a Reply