বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দল।
বৃহস্পতির মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ক্রিকেট পরিচালনা বোর্ডের পরিচালক জন কার।
তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট। তবে ইংল্যাল্ড আসবে কি আসবে না সেটি আমি বলতে পারব না।
জন কার আরও বলেন, আমাদের কাজ প্রতিবেদনে দেয়া। আমরা দেশে ফিরে আমাদের প্রতিবেদন দেব। সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
তিন দিনের সফরে বুধবার ঢাকায় এসে পৌঁছায় ইংল্যান্ডের প্রতিনিধিদল। বৃহস্পতিবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদল।
এরপর দুপুর দেড়টার দিকে তারা মিরপুর স্টেডিয়ামে আসে। সেখানে তারা ড্রেসিংরুম, মেডিক্যাল রুম ও স্টেডিয়াম পরিদর্শন করেন। দুপুর ২টার দিকে তারা স্টেডিয়াম ত্যাগ করেন।
প্রসঙ্গত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকায় আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। অক্টোবরে শুরু হবে সিরিজ।
তবে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করেছে ইংলিশরা। তবে সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
Leave a Reply