ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় ভয়াবহ জঙ্গি হামলার কাহিনী এবার ফুটে উঠবে রুপালী পর্দায়। জানা গেছে, ধর্মীয় সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত ওই হামলা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এক খবরে জানিয়েছে, জঙ্গি হামলায় নিহত ২০ জনের মধ্যে একজন ছিলেন ভারতীয় নাগরিক তারিশা জৈন। ছবিতে তার ঘটনা হুবহু না থাকলেও কিছুটা থাকবে বলে জানা গেছে।
জানা গেছে, চলচ্চিত্রটির নাম ‘জেহাদ’। পরিচালক হিসেবে থাকছেন শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে ‘ডার্ক চকোলেট’ মুভিটির পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়।
সিনেমায় অভিনয় করবেন রোহিত রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা এবং ব্যোমকেশ-খ্যাত অভিনেত্রী-মডেল ব়্যাচেল হোয়াইট।
ছবিটিতে মূলত আইএস জঙ্গিদের কার্যক্রম, তাদের উৎপত্তি এবং বিকাশ, ভুল বুঝিয়ে তরুণদের দলে ভেরানো ইত্যাদি বিষয়গুলো উঠে আসবে। কয়েকদিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু হবে বলেও জানিয়েছে পত্রিকাটি।
Leave a Reply