গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় ছয় জঙ্গির পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই ছয়জনের ডিএনএ নমুনার সঙ্গে তাদের মা-বাবার ডিএনএ নমুনায় মিল পাওয়া গেছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১ জুলাই শুক্রবার রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালাতে গিয়ে নিহত হন বনানী থানার ওসি সালাহ উদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম। এছাড়া রেস্টুরেন্টে অবস্থিত ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন যৌথবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ছয় জন।
Leave a Reply