নারায়ণগঞ্জের অভিযানে নিহত গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিমসহ তিন জঙ্গির লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাদের লাশ হাসপাতালের উদ্দেশ্যে পাইকপাড়ার ওই বাড়ি থেকে বের করা হয়।
তিনি জানান, জঙ্গিদের লাশের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আতাবুজ্জামানকে। কিন্তু আলোর সংকটের কারণে ময়নাতদন্ত করতে সমস্যা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপতাপালে নেয়া হতে পারে।
শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘দেওয়ান বাড়ি’তে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও সোয়াট টিম।‘অপারেশন হিট স্ট্রং-২৭’ নামের ওই অভিযানে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরী নিহত হয়। তার সঙ্গে নিহত হয় দুই সহযোগী মানিক ও ইকবাল।
Leave a Reply