আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম আহমেদ চৌধুরী নারায়ণগঞ্জে নিহতের ঘটনায় গোয়ন্দা সংস্থা ও পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘তামিমকে অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল। তাকে খতম করার মধ্য দিয়ে দেশ আরেকটি অভিশাপ মুক্ত হলো।’
শনিবার বিকালে রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘ওদের (জঙ্গিদের) কেন মেরে ফেলা হলো? তারা বেঁচে থাকলে তাদের কাছ থেকে তথ্য পাওয়া যেতো- এখন এ তত্ত্ব যেন কেউ না দেয়।’
শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে দেশে এখন গণসচেতনতা সৃষ্টি হয়েছে। এটাকে অব্যাহত রাখতে হবে।
সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু তুললে সরকারের ভূমিকা কী হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরটি মূলত সৌজন্য সফর। তিনি আসার পর জানা যাবে- আসলে কী বলতে চান। তার সঙ্গে যে আলোচনা হবে জানানো হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ওপর বিশ্বাস রাখুন। আমি বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী নয়, আমি বঙ্গবন্ধু কন্যা এটাই আমার বড় পরিচয়। আমি এর বেশি কিছু বলতে চাই না।’
রামপাল ঘিরে জমি বিকিকিনির বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘ভবিষ্যতে কেউ যাতে যেখানে-সেখানে কলকারখানা স্থাপন করতে পারে না এবং পরিবেশের যাতে ক্ষতি না হয়, সেজন্যে সারাদেশে ১০০টি ইকনোমিক জোনের পরিকল্পনা করা হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যতে যারা শিল্প-কারখানা স্থাপন করতে চাইবে, তাদেরকে অবশ্যই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে। জমি কিনেই শিল্প গড়ে তোলা যাবে না।’
তিনি বলেন, ‘আইনে আছে- সুন্দরবন থেকে ১০ কিলোমিটারের মধ্যে কোনো শিল্প-কারখানা স্থাপন করা যাবে না। রামপাল সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে। তাই এ প্রকল্প সুন্দরবনের ওপর প্রভাব ফেলবে না।’
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘যেসব সংগঠন ভারতের এক্সিম ব্যাংককে অর্থায়ন না করতে অনুরোধ করেছে, সেসব সংগঠন সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘এক্সিম ব্যাংক অর্থ না দিলে অন্য সোর্স থেকে অর্থ নেয়া হবে। কোথাও থেকে অর্থ না পাওয়া গেলে নিজস্ব সোর্স থেকে অর্থ বিনিয়োগ করে প্রকল্প বাস্তবায়ন করা হবে। আমরা তো পিছু হটার লোক নই।’
দেশে ফের ‘ভারত বিরোধিতার রাজনীতি’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশে ভারত বিরোধিতা সব সময় ছিল। ফারাক্কা চুক্তির সময় বিএনপি বাধা দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির সময় তারা বলেছিল, ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে।’
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা কেবলই ভারতের বিরোধিতা করে। আর ভারত থেকে যা কিছু আদায় করার তা আমরাই করি। তারা ওপরে ওপরে ভারতবিরোধী। কিন্তু ভেতরে ভেতরে তাদের পা ধরি অবস্থা।’
রামপাল আন্দোলনে বাম দলগুলোর সক্রিয়তার বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘তারা দিনে দিনে অণু-পরমাণুতে পরিণত হচ্ছে।
এসময় ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরসূচি অব্যাহত রাখাকে সুখবর হিসেবেও উল্লেখ করেন তিনি।
Leave a Reply