ইংল্যান্ডের বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা দেবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তবে এখনো নিরাপত্তা ইস্যুটাকে বড় করে দেখছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। সফরে আসবেন কিনা এনিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন লিয়াম প্লাঙ্কেট, জস বাটলাররা। তবে অনুজদের আস্থা জোগালেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। নিজের অভিজ্ঞতা থেকে এই ব্যাটিং কিংবদন্তী জানালেন, খেলার জন্য বাংলাদেশ দারুণ জায়গা। তিনি আশা করছেন সফরের আগে মানসিক দ্বন্দ্ব থাকলেও বাংলাদেশে পৌঁছালেই নিরাপত্তা শঙ্কাটা মন থেকে উবে যাবে ক্রিকেটারদের।
ইংল্যান্ডের ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় লেখা নিজের কলামে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশ ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য আর দশটা দেশের মতোই নিরাপদ।’
ভন বলেন, ‘২০০৩ সালে অধিনায়ক হিসেবে আমার প্রথম সফর ছিল বাংলাদেশে। দলীয় পরিবেশ তৈরির জন্য এই দেশটা দারুণ। আমি বিশ্বাস করি, ইংল্যান্ড একবার বাংলাদেশে পৌছে গেলেই নিরাপত্তা শঙ্কাটা আর থাকবে না।’
নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষক আর বিশেষজ্ঞদের উপর ছেড়ে দেবার আহবান জানান ভন।
তিনি বলেন, ‘নিরাপত্তা-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ওপর আস্থা রাখা উচিত। রেগ ডিকাসন নিরাপত্তা বিষয়ে একজন অভিজ্ঞ ব্যক্তি, একজন ভালো মানুষও। তিনি টাকা বা রাজনীতির দ্বারা প্রভাবিত হবেন না। তিনি যেহেতু বলেছেন বাংলাদেশ নিরাপদ, আমিও সেটাই মনে করি।’
নিরাপত্তা শঙ্কা থাকায় ২০০৩ সালের বিশ্বকাপে জিম্বাবুয়েতে খেলতে না যাওয়াটাকে ভুল বলে মনে করেছন ভন। তিনি বলেন, ‘২০০৩ সালের বিশ্বকাপে জিম্বাবুয়েতে খেলতে যাওয়া উচিত ছিল আমাদের।’
নিজের স্বার্থের কারণেও সফরটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাবেক ইংল্যান্ড দলপতি। টেস্ট সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের জন্য। কারণ এরপরই ভারত সিরিজ রয়েছে। ভারতের বিপক্ষে খেলার আগে বেশ ভালো একটা প্রস্তুতির সুযোগ পাচ্ছি আমরা।
বাংলাদেশ এখন ভালো দল, ইংল্যান্ডকে তারা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ভারতে গিয়ে কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলার চেয়ে তাই এখানেই ভালো প্রস্তুতি হবে।’
Leave a Reply