ডেইলি চিরন্তন:বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে জঙ্গি ,সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতি। গতকাল বুধবার দুপুর ২ ঘটিকার সময় সিলেট আদালত প্রাঙ্গনের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শ্রী দিলীপ চন্দ্র দেব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আফাজ এর পরিচালনায় মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানুষ হত্যা, মানুষের জানমালের ক্ষতি সাধন করা ও শান্তিময় সমাজকে অশান্ত করে তোলা কোন ধর্মই সর্মথন করে না। ইসলাম ধর্মেও মানুষ হত্যাকে সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কিছু উগ্রবাদ জঙ্গি নামধারী সংগঠন নিরিহ মানুষকে নির্বিচারে হত্যা করছে। তাই দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোত্র নির্বিশেষে সবাইকে এক হয়ে জঙ্গি ,সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তুলতে হবে। মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শাকিল আহমদ, মো: ফখরুল ইসলাম, আতাউর রহমার চৌধুরী রুকেল, মো: ছিদ্দিকুর রহমান, জিয়াউর রহমান, মো: নিজাম উদ্দিন, সজীব কুমার চন্দ, জয়নাল আবেদীন, মঈন উদ্দিন, মো:আব্দুল মুকিত, কবির উদ্দিন, সাজু আহমদ, মো: নিজাম উদ্দিন(২), মো: আতিকুর রহমান আতিক, শেখ হাসানুজ্জমান ,মো: আবুল হোসেন, মো: শরীফ আহমদ, মো: শাহনুর আলী, কানাই লাল পাল, আবুল কাশেম হেলাল প্রমুখ।
Leave a Reply