সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত ৬ বাংলাদেশিকে সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মাহবুব উজ জামান এ তথ্য জানিয়েছেন।
হাইকমিশনার জানান, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি, মশাবাহিত ভাইরাসটি সনাক্তে যে ক’জনের পরীক্ষা হয়েছে, তার মধ্যে ৬ বাংলাদেশি পজিটিভ প্রমাণ হয়েছেন।
তিনি বলেন, আমরা জেনেছি এদের মধ্যে ভাইরাসের সামান্য লক্ষণ দেখা যাচ্ছে। তবে এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে অনেকে সুস্থ হয়েছেন এবং হচ্ছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকছে আমাদের।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যম জানায়, দেশটিতে এখন পর্যন্ত ১১৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে, সিঙ্গাপুরে জিকা ভাইরোসে আক্রান্ত ৪১ জনকে সনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তখন সরকারের পক্ষ থেকে বরা হয়, আক্রান্ত অধিকাংশই বিদেশি নির্মাণ শ্রমিক, যারা একই সঙ্গে বা একই অঞ্চলে কাজ করেন। বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ৩৪ জন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। কিন্তু এখনও ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply