বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও দেশের জার্সি গায়ে মাঠে নামার কথা ছিল বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির। তবে চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন আপাতত তার দলে ফেরা।
বার্সা জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছেন মেসি। সোমবার পরীক্ষায় মেসির বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়ে। তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা জাতীয় দলে যোগ দেবেন বলে বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা। তবে, সেক্ষেত্রে চোটের অবস্থা বুঝেই মেসির খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ২ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে দেশের মাটিতে খেলবে আর্জেন্টিনা। পরে ৭ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মাঠে খেলবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মেসিরা ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
Leave a Reply