রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীরের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার লাশের ময়নাতদন্ত হবে।
শুক্রবার দিনগত রাত পৌনে ৩টার দিকে পুলিশের একটি অ্যাম্বুলেন্সে করে মুরাদের লাশ ঢামেকে আনা হয়।
পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় গতকাল শুক্রবার রাতে পুলিশের অভিযানে এক জঙ্গি নিহত ও ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হন।
অভিযানে আহত পুলিশ কর্মকর্তারা হলেন- রূপনগর থানার ওসি সৈয়দ সহিদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রাতেই গুরুতর আহত দুই পুলিশ কর্মকর্তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এখন তাদের নিবীড় পর্যবেক্ষণে রাখা রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, প্রয়োজনে পুলিশ কর্মকর্তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে।
পুলিশের দাবি, নিহত জঙ্গি মুরাদ নব্য জেএমবির ‘প্রশিক্ষক’ এবং সংগঠনে নিহত জঙ্গি তামিম আহমেদ চৌধুরীর পরেই ছিল তার অবস্থান।
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশের কাছে তথ্য ছিল, তামিমের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মুরাদ।
Leave a Reply