একদিনের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়ক এউইন মরগ্যান। বাংলাদেশ সফর নিয়ে এখনো তিনি কোনো সিদ্ধান্ত নেননি। তবে বেশ ইতিবাচক মনোভাব দেখালেন। ইংল্যান্ডের নিরাপত্তা পরিদর্শক দলের কথার ওপর তার প্রবল আস্থার কথা জানালেন। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। সিরিজ শেষেই তিনি বাংলাদেশ সফর নিয়ে নিজের শেষ সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানালেন। অন্যদিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্ট। নিরাপত্তা বিষয়ক পর্যবেক্ষক দলের মতামতের ওপর ভিত্তি করে বাংলাদেশ সফরের বিষয়টি বেশ কয়েকদিন আগেই নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছে তারা। বাংলাদেশ সফরের জন্য তারা কাউকে জোর করবে না বলে জানিয়ে দিয়েছে। এরপর বাংলাদেশ সফর নিয়ে ইংল্যান্ডের বেশ কয়েকজন খেলোয়াড় কথা বলেছেন। অধিকাংশই আস্থা রেখেছেন তাদের নিরাপত্তা পরিদর্শক দলের রিপোর্টের ওপর। তবে কেউ বাংলাদেশ সফরের ব্যাপারে ‘নিশ্চয়তা’ দেয়নি। তবে ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে বাংলাদেশ সফরের ব্যাপারে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন জনি বেয়ারস্ট। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা করা হবে। ওই দলে জনি বেয়ারস্টকে রাখা হলে তিনি বাংলাদেশ সফর নিয়ে কোনো দ্বিধা করবেন বলে জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ‘দ্য টেলিগ্রাফ’। অন্যদিকে ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগ্যান বলেন, ‘আমি আমার সিদ্ধান্তের কথা শতভাগ নিশ্চিত করতে পারছিন না। তবে রেগিস ডিকাসনের রিপোর্টের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তার মতামতের ওপর ভিত্তি করে আমরা অনেক জায়গায় সফর করেছি। তিনি আমাকে ছোটবেলা থেকে চেনেন। এ কারণে তার ওপর আমার আস্থাটা অনেক বেশি। মাঝেমধ্যেই আমি তাকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করছি। একজন মানুষ হিসেবে এমন নানা প্রশ্ন মনে আসতেই পারে।’ নিরাপত্তা ইস্যুটি বিশ্বের সব জায়গায় একই বলে উল্লেখ করলেন মরগ্যান। বলেন, ‘পৃথিবীর কোথাও এখন পূর্ণ নিরাপত্তা নেই। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশ- যেখানেই বলেন, সব সমান। আমি ডিকাসনকে নানা প্রশ্ন করছি শুধু মনের সান্ত¡নার জন্য। কিন্তু আমি এখনই সিদ্ধান্ত দিতে পারছি না। তবে সফরের যাওয়ার ব্যাপারেই আমার সিদ্ধান্ত আসবে বলে মনে হয়। এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না, কারণ এখনও দল ঘোষণা করা হয়নি। আমাকে দলে রাখা হলে তবেই সিদ্ধান্তের কথা জানাবো।’ তিনি আরো বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো- আমরা এখন একটি সিরিজের (পাকিস্তানের বিপক্ষে) মধ্যে রয়েছি। এমন ব্যস্ততার মধ্যে কোনো স্পষ্ট মতামত দেয়া যায় না।’
Leave a Reply