দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের সিরাজ উদ্দিন আহমদ একাডেমী ও সিরাজ উদ্দিন কিন্ডার গার্টেনের যৌথ উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা গতকাল ৩ সেপ্টেম্বর শনিবার একাডেমী হল রুমে অনুষ্ঠিত হয়।
একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মইনুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মোঃ শামীমুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সত্যব্রত রায়। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মুদব্বির আহমদ, আব্দুর রহমান আনা মিয়া, শাহ মোঃ আহমদুর রব, ইকবাল বাহার, সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলী, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, সাহেদা খান, সফির আহমদ কামাল, অজিত কুমার পাল, আমিনা বেগম, হাবিবুর রহমান, আলমগীর মোঃ এনামুল কবির, মনজুর হোসেন খান, রুহুল আমিন, মইনুল ইসলাম, শামীম আহমদ, পারভীন ফেরদৌস, শফিক আহমদ, আলাল উদ্দিন, গৌরী রানী রায়, মোস্তফা কামাল, ফাহমিদা বেগম, জিয়াউল ইসলাম, হোসাইন আহমদ, লোকমান আহমদ, আফছর আহমদ, মিজানুর রহমান, সুচিত্রা রাণী চৌধুরী, আব্দুল বাছিত, ফরহাদ হোসেন সাজু সহ কিন্ডার গার্টেনের শিক্ষক শিক্ষিকা বেগম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ শামীমুর রহমান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদেরকে সচেতন থাকতে হবে। কোন শিক্ষার্থী যাতে বিপদগামী না হয়, সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহব্বান জানান। বিজ্ঞপ্তি বার্তা প্রেরক।
Leave a Reply