দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা ও মাদকাসক্তি বিরোধী মতবিনিময় সভা গতকাল ৩ সেপ্টেম্বর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্কুল ও কলেজ গভর্নিংবডির সদস্য নুরুল ইসলাম মানিক এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান মাসুম এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্র্যণালয়ের স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ বিনয় কৃষ্ণ তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগে সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব চুনু মিয়া, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, গভর্ণিং বডির সদস্য পংকি মিয়া, রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়, হাজীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সুহেল আহমদ কর্নেল, মোগলা বাজার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুরঞ্জিত চন্দ্র দাস, সম্মিলিত ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুল মোমিন, ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজের প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান আজমল, মুক্তিযোদ্ধা হারিছ মিয়া, মুক্তিযোদ্ধা মানিক মিয়া ,সিলেট জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও প্রাক্তন ছাত্র ছদরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, শিক্ষক আজিজুল ইসলাম।
উপস্থিত ছিলেন যুবনেতা হাছান আহমদ, নন্দন চন্দ্র পাল, শাহীন আহমদ, দুলাল আহমদ, রুহেল আহমদ, আওয়ামীলীগ নেতা সানুর মিয়া, শাহ ছমির, ছানু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদেরকে সচেতন থাকতে হবে। কোন শিক্ষার্থী যাতে বিপদগামী না হয়, সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।
Leave a Reply