আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছে বেশ কিছু চমক। ২০ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন এইচপি ক্যাম্পের তিন ক্রিকেটার-অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, শুভাশিষ রায় ও আলাউদ্দিন বাবু।
আগের দল থেকে বাদ পড়েছেন ১২ ক্রিকেটার। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে থেকে মুক্তি পেতে অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিতে যাওয়া তাসকিন আহমেদ থাকলেও বাদ পড়েছেন আরাফাত সানি। ২০ সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেনি দীর্ঘদিন পর ডাক পাওয়া শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান ও সোহরাওয়ার্দী শুভ। বাদ পড়া বাকিরা হলেন লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, শুভাগত হোম, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী
ঈদুল আজহার ছুটি কাটিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর ২০ সদস্যের স্কোয়াড মিরপুরে ক্যাম্পে যোগ দেবেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে ঈদুল আজহার ছুটিতে যাবেন ক্রিকেটাররা। ছুটি কাটাতে আগামীকালই দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশ দলের নবনিযুক্ত বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ক্যাম্প শুরুর একদিন আগে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন এ কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ পেসার। ওয়ালশের ফেরার দিনই ঢাকায় ফিরবেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
২০ সদস্যের বাংলাদেশ দল: তামিম ইকবাল খান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোশাররফ হোসেন রুবেল, শুভাশিষ রায়, মেহেদি হাসান মিরাজ আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন।
Leave a Reply