আজিজুর রহমান খোকন: ঈদ উপলক্ষে সিলেটি আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে নাটক ‘বউর কেইছে বাবা জেলো’। নাটকটির ভিসিডি সিলেটের সর্বত্র পাওয়া যাচ্ছে। সাহেদ মোশারফ এর রচনায় এটি পরিচালনাও করেছেন সাহেদ মোশারফ নিজে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাহেদ মোশারফ, রিয়া, রওশনারা মনির রুনা, মিনার আহমেদ, পিংকি, মিল্টন, ডলি, নাজিম, রুমা চৌধুরী, এস লিটন, সানি, মামুন, জীবন, দিলওয়ার, আলম, মুরাদ আহমেদ মুরন, হাবিব প্রমুখ।
নাটকের রূপ সজ্জায় সুমন রায়, নির্দেশনায় বিশ^জিৎ, চিত্রগ্রহণ ও সম্পাদনায় জাহাঙ্গীর রহমান, প্রযোজনা ও পরিবেশনায় নিউ মুন্নি ইলেকট্রনিক, তালতলা, সিলেট।
পরিচালক সাহেদ মোশারফ বললেন, এই নাটকে গল্পে দেখা যাবে আব্দুল হাশিম, তার স্ত্রী শেফালী, পিতা আইয়ুব ও শ^শুর হান্নান। আইয়ুব এর সাথে হান্নানের বিরোধকে কেন্দ্র করে হান্নান তার মেয়ে শেফালীকে দিয়ে নারী নির্যাতন মামলা দায়ের করে। ছেলে আব্দুল হাশিমের স্ত্রীর মামলায় পুলিশ আইয়ুব আলীকে ধরে নিয়ে যায়।
সহজ-সরল আব্দুল হাশিম কাউকেই বুঝাতে পারেনা তার স্ত্রীর কেইছে তার বাবা জেলে আছে। যার সাথে কথা বলে সেই তাকে বেবাট বলে অপমান অপধস্ত করে। অথচ তার স্ত্রী শেফলী তাকে খুবই ভালোবাসে। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনী।
নাটক সম্পর্কে সিলেট নগরীর তালতলার আনা ম্যানশনে অবস্থিত নিউ মুন্নি ইলেকট্রনিক্স এর সত্ত¡াধিকারী আব্দুস ছালাম মুহিন মিয়া বলেন, সিলেটী আঞ্চলিক ভাষায় রচিত ভিলেজ পলেটিকসকে কেন্দ্র করে তৈরী নাটকটি গ্রাহকদের আনন্দ দিতে পারবে। এছাড়া এ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা কটায় মিয়া নামে পরিচিত সাহেদ মোশাররফ। নাটকটি বাণিজ্যিক ভাবে সফলতা পাবে বলে আমার বিশ্বাষ।
Leave a Reply