রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত তিন নারী জঙ্গিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে বিজিবি’র ২ নম্বর গেটের কাছে একটি বাসায় আইনশৃংখলা বাহিনী অভিযান চলালে এ ঘটনা ঘটে।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, অভিযানে এক পুরুষ জঙ্গি নিহত হয়েছে। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এছাড়া গুলিবিদ্ধসহ তিন নারী জঙ্গিকে আটক করা হয়েছে। এবিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তীতে ব্রিফিং করবেন বলেও তিনি জানান।
আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- কনস্টেবল লাবলু জামাল (২০), রামচন্দ্র বিশ্বাস (১৯), শাহজাহান আলী (২৩), মাহতাব উদ্দিন (২১) ও জহির উদ্দিন (২১)।
আহত পুলিশ সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের চোখে-মুখে মরিচের গুড়ো ছিটানো হয়েছে।
আটক নারী জঙ্গিদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনের নাম শারমিন (২৫)।
এখনও অভিযান চলছে। পুলিশের কাউন্টার টেরোজিম ইউনিট এবং বিশেষ বাহিনী সোয়াট’র সদস্যরা অভিযানের নেতৃত্বে দিচ্ছেন।
Leave a Reply