প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন। যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র এই তিন দেশ সফর করবেন তিনি।
বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, মুখ্য সচিব আবুল কালাম আজাদ বিমানবন্দরে ছিলেন।
১২ দিনের এই সফরে ঢাকা থেকে সরাসরি লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছানোর পর ২২ ঘণ্টার যাত্রাবিরতি শেষে ১৫ সেপ্টেম্বর তিনি কানাডা যাবেন।
কানাডায় মন্ট্রিয়লে পঞ্চম বৈশ্বিক তহবিল পুনর্গঠন সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও দ্বি-পাক্ষিক একাধিক ইভেন্টে অংশ নেবেন তিনি।
এরপর ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে অংশ নেবেন।
এছাড়া নিউইয়র্ক ও ওয়াশিংটনে বেশ কয়েকটি কর্মসূচি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সেখান থেকে ২৬ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Leave a Reply