অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বিশ্বের অন্যতম শীর্ষ অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান।
তাকে নিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া হেলিকপ্টারটি ফেরার পথে বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের রেজু খাল এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এরআগে সকালে বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারটি সাকিবকে ইনানির হোটেল সি পার্লে নামিয়ে দেয়। এখানে সাকিবের একটি বিজ্ঞাপনের কাজে অংশ নেয়ার কথা রয়েছে।
হেলিকপ্টারটি হোটেল থেকে থেকে ফেরার পথে কিছুদূর এসেই রেজু খালে আছড়ে পড়ে। ওই সময় হেলিক্প্টারটিতে পাইলট ও কো-পাইলট ছাড়াও তিনজন যাত্রী ছিলেন।
স্থানীয়রা আরোহীদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজনকে পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল হাসান।
তিনি জানান, হেলিকপ্টার দুর্ঘটনায় আহত অন্যদের কক্সবাজার বিমান ঘাঁটির চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
Leave a Reply