ডেইলি চিরন্তন:তাকে অভিনেত্রী হিসেবেই সবাই চেনে। তবে বহুমূখী প্রতিভার অধিকারী ঈশিতার গানের গুণটিও মানুষের অজানা নয়। তিনি ছোটবেলা থেকেই গান শিখেছেন। ক্ল্যাসিক্যাল সংগীতেও তার বেশ দক্ষতা রয়েছে। কিন্তু নজরুল আর রবীন্দ্রসংগীত শেখা হয়নি। তাই এখন রবীন্দ্র ও নজরুলসংগীতের ওপর তালিম নিচ্ছেন। সেই সূত্র ধরেই দীর্ঘ ১৪ বছর পর একক অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন ঈশিতা।
ছোটপর্দার জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী গান দিয়েই মূলত শোবিজে যাত্রা শুরু করেন। ২০০২ সালে প্রণব ঘোষের সুর-সঙ্গীতে তার প্রথম অ্যালবাম ‘রাত নিঝুম’ প্রকাশ হয়। এরপর অভিনয়ে ব্যস্ত হয়ে পড়ায় সঙ্গীতে দীর্ঘ বিরতি। যদিও মিশ্র কিছু অ্যালবামে কন্ঠ দিয়েছেন। বর্তমানে পারিবারিক ব্যস্ততার কারণে অভিনয়ের প্রস্তাব পেলেও তিনি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিচ্ছেন।
এক বছর বয়সী মেয়েকে দেখাশোনা করতে হয় এখন। তাই অভিনয়ে ফেরা অনিশ্চিত হলেও গানটা তিনি চালিয়ে যেতে চান। নজরুল ইন্সটিটিউটের এক্সিকিউটিভ কমিটির মেম্বার মো. ইদ্রিস আলীর কাছে উচ্চাঙ্গ সংগীতে শিখছেন। এখন থেকে গানে নিয়মিত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
Leave a Reply