শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :::
ডেইলি চিরন্তন অনলাইন নিউজ পোর্টালের জন্য সিলেটসহ দেশ বিদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা ইমেইলে যোগাযোগ করুন
শিরোনাম ::
শিশু মুনতাহাকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়,গ্রেপ্তার ৪ রেকর্ড গড়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প ট্রাম্পকে সমর্থন জানালেন জো রোগান আবু সাঈদ হত্যা: বেরোবির ২ শিক্ষকসহ ৯ জন বহিষ্কার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার কোন শিক্ষায় বড় করছেন মেয়েকে, জানালেন ঐশ্বরিয়া বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের ৬ষ্ট প্রতিষ্টা বার্ষিকী উদজাপন ‘মাজার ভাঙচুর করে সুন্নি জনতাকে রাস্তায় নামতে বাধ্য করবেন না’ জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা পাকিস্তানকে ধবলধোলাই করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের মেসির মাঠে ফেরার ইঙ্গিত দিলেন মায়ামি কোচ বন্যায় আরো মৃত্যু, সবচেয়ে বেশি কুমিল্লায় প্রাথমিকের ‘শপথ বাক্য’ থেকে বাদ গেল বঙ্গবন্ধুর অংশ অন্তর্বর্তী সরকারে কে কোন দপ্তর পেলেন নোবেল বিজয়ী থেকে অন্তর্বর্তী সরকার প্রধান অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য উপদেষ্টা যারা ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর জামায়াত-শিবির নিষিদ্ধ আশঙ্কা ছিল এ ধরনের একটা আঘাত আসবে : প্রধানমন্ত্রী
খাদিজার জন্য অপেক্ষা

খাদিজার জন্য অপেক্ষা

34745_khadijaআশাবাদী বাংলাদেশ। অপেক্ষায়ও। দুঃসহ সময়ে ভালো সংবাদের অপেক্ষায় সবাই। সবারই প্রার্থনা জেগে উঠবেন খাদিজা আক্তার নার্গিস। চাপাতি নয়, জয় হবে মানুষের ভালোবাসার। খাদিজার অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টা অতিবাহিত হচ্ছে আজ। শনিবার সকাল পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। এরপরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে প্রকৃত অবস্থা। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা এখনো জীবন-মৃত্যুর সংকটে। প্রায় অপরিবর্তিত তার অবস্থা। তবে আনুষ্ঠানিকভাবে না বললেও কিছুটা আশাবাদী হয়ে উঠেছেন চিকিৎসকরা। আশাবাদী খাদিজার ভাই এমবিবিএস শেষ বর্ষের ছাত্র শাহীন আহমদও। বলেন, ঘটনার পর খাদিজার অবস্থা যতটা ক্রিটিক্যাল ছিল তার থেকে পরিস্থিতি একটু ভালো। আমরা আশাবাদী। হোপফুলি ভালো কিছু হবে। স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিকেল ডাইরেক্টর ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। আমরা শনিবার সকাল পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করব। পরবর্তীকালে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা হতে পারে। অস্ত্রোপচারের পর থেকে আইসিইউতে নার্গিসকে অবজারভেশনে রাখা হয়েছে ভ্যান্টিলেশন দিয়ে।
৪ দফা দাবি, শিক্ষার্থীদের ১০ দিনের আলটিমেটাম: খাদিজার ওপর হামলার ঘটনার দ্রুত বিচার চায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। টানা তিনদিনের আন্দোলন কর্মসূচি শেষে ১৭ই অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দিয়ে তারা চলমান আন্দোলন স্থগিত করেছে। গতকাল আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এই সময়ের মধ্যে মামলাটি দ্রুত বিচার শুরু না হলে তারা ফের লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। এরই মধ্যে তারা চার দফা দাবি উপস্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এই চার দফা দাবি সংবলিত স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রেরণ করেছে। চার দফা দাবি হচ্ছে- অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ, খাদিজার চিকিৎসা নিশ্চিত করা, খাদিজার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা ও ছাত্রীদের নিরাপত্তার জন্য বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণ করা। এদিকে, শিক্ষার্থীদের দাবি সংবলিত স্মারকলিপি গ্রহণের পর সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুর রহমান জানিয়েছেন, বর্বরোচিত এ ঘটনার যাতে দ্রুত বিচার হয় সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ওদিকে, খাদিজার ওপর হামলার প্রতিবাদে আন্দোলনে উত্তাল এখন সিলেট। সিলেট নগরী ও আশপাশ এলাকায় গতকাল সকাল থেকে লোকজন নানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। খাদিজার গ্রামের বাড়ি আউশাতে স্থানীয় লোকজন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে হামলাকারী বদরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করেছে। সিলেটের এমসি কলেজেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার প্রতিবাদে টানা তিনদিনের আন্দোলন কর্মসূচি পালন করেছে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলেজের শিক্ষার্থীরা সব ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে ছিল। তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্ম ছিলেন শিক্ষকরা। গতকাল সকাল ১০টায় সরকারি মহিলা কলেজের ক্যাম্পাসে অবস্থান নেন কলেজের শিক্ষার্থীরা। তারা এ সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চৌহাট্রা কোর্ট পয়েন্ট হয়ে দুপুর ১২টার দিকে গিয়ে পৌঁছে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা আমিনুর রহমান তার কার্যালয় থেকে নিচে নেমে এসে শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস, ফারহানা হক, ফাইজা আক্তার ও শ্রাবণী তালুকদার। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন নেছা আমিনুর রহমানকে জানান, ‘আমাদের সহপাঠী আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা জানি না, সে বেঁচে থাকবে কিনা। কিন্তু হামলাকারী শাস্তি নিশ্চিত করতেই হবে। তার শাস্তি নিশ্চিত হওয়ার জন্য চার দফা দাবি উপস্থাপন করা হয়েছে। আশা করি আপনারা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।’ শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘এই হামলার নিন্দা জানানোর ভাষা নেই। এটি বর্বরোচিত হামলা।’ তিনি বলেন, দ্রুত বিচার যাতে নিশ্চিত হয় সে ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু হয়েছে। সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সময় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল। বেলা সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা ফের মিছিল সহকারে সিলেট সরকারি  মহিলা কলেজের সামনে চলে আসে। সেখানে তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে। প্রায় আধা ঘণ্টা তারা সড়কে অবস্থান নিয়ে আলোচিত এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ সময় সাংবাদিকদের কাছে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন নেছা জানিয়েছেন, ‘তিন দিনের কর্মসূচি পালনের পর নতুন করে আলটিমেটাম দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিলে আমরা রাজপথ থেকে সরে আসবো। অন্যথায় আন্দোলন চলবে।’ ওদিকে, গতকালও বিক্ষোভ করেছে খাদিজার এলাকার লোকজন। সকাল থেকে খাদিজার গ্রামের বাড়ি আউশা গ্রামে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয় লোকজন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। হাজার মানুষ প্রথমে মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা হামলাকারী বদরুলের কুশপুত্তলিকা দাহ করে। পরে তারা রাস্তায় অবরোধ করলে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়েই যাবেন।
হাসপাতালে শিক্ষামন্ত্রী: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে নির্মমভাবে আহত করার ঘটনা সম্পর্কে গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে বক্তব্য রাখেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন এটা একটা কাপুরুষোচিত, বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। তিনি তার বক্তব্যে আরো বলেন, বদরুল যেই দলেরই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। শিক্ষামন্ত্রী বলেন আমি ইতিমধ্যে সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে বদরুল এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছি। শিক্ষামন্ত্রী গতকাল রাতে স্কয়ার হাসপাতালে খাদিজা আক্তার নার্গিসকে দেখতে যান ও তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি তার চাচা কুদ্দুস-এর সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সরকার খাদিজার পরিবারের সঙ্গে আছে, থাকবে এবং তাদের নিরাপত্তা ও সব রকমের সহযোগিতা দেয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে বসছে সিসিটিভি ক্যামেরা: সিলেটের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. আমিনুর রহমান। ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রীদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি গ্রহণকালে তিনি উপস্থিত সবাইকে এ তথ্য জানান। খাদিজাকে কোপানো বদরুলের শাস্তির দাবি সংবলিত স্মারকলিপি গ্রহণ করে তিনি আন্দোলনরত ছাত্রী, শিক্ষক এবং উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। মামলাটি দ্রুতবিচার আদালতে নেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এব্যাপারে আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবো।
শহীদ মিনারে মানববন্ধন: কলেজছাত্রী খাদিজার ওপর হামলাকারী বদরুলের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছেন সিলেটবাসী। বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। বেলা পৌনে ১১টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিট, সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন,  জৈন্তা ছিন্নমূল সংস্থা (জেছিস) ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জেলা জোট, সিলেট। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্লাস্ট সিলেট ইউনিটের পক্ষ থেকে ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট বনানী দাস ইভা প্রমুখ।
মুখপাত্রকে হুমকি: খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করা শাবি ছাত্রলীগ নেতা বদরুলের ফাঁসির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন্নেসাকে মোবাইলে হত্যার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফজিলাতুন্নেসা যখন তার সহপাঠীদের নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল তখন তার মায়ের মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল দিয়ে ফজিলাতুন্নেসাকে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কথা বলে। অন্যথায় তাকেও খাদিজার মতো কোপানো হবে বলে হুমকি দেয়। এ হুমকির পর থেকে ফজিলাতুন্নেসার পরিবারের লোকজনদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা। এ খবর জানাজানির পর চাপা ভয় বিরাজ করছে মহিলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে। তবে এ ব্যাপারে ফজিলাতুন্নেসা বলেন, হুমকি-ধমকি দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। বদরুলের ফাঁসির আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মানববন্ধন: সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী ডিগ্রি ২য় বর্ষের ফাইনাল পরিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ওপর পরীক্ষা কেন্দ্রে বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মহিলা কলেজের প্রাক্তন ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এজেড রওশন জেবীন রুবার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের ফরিদা নাসরিন, সালমা বাছিত, কুমকুম হাজেরা মারুফা, সামিয়া বেগম, সাজেদা পারভীন, রেহানা পারভীন রেনু, আরিফা সুলতানা পপি, হাসিনা মহিউদ্দিন, কোহিনুর সুলতানা, নাসিমা আক্তার কনা, শারমীন জাহান জুঁই, জেরিন জামালী প্রমুখ। মানববন্ধনে সরকারি মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন। এ সময় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন মিসেস আসমা কামরান এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ ছাত্রী খাদিজার ওপর হামলার ঘটনা অত্যন্ত বর্বরোচিত ও অমানবিক। জঘন্যতম এই হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেননা, এই বদরুলদের শাস্তি না হলে ভবিষ্যতে নারী সমাজকে আরো কঠিন বিপদের সম্মুখীন হতে হবে, যা কোনো সভ্য সমাজের জন্য কাম্য নয়।

সংবাদটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  



© All rights reserved © dailychironton.com
Design BY Web Nest BD
ThemesBazar-Jowfhowo