গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক অভিযানে নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশসহ চার জঙ্গি নিহত হয়েছে।
শনিবার ভোর থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এ অভিযান চালায়।
অভিযানে একে-২২ বোরের একটি রাইফেল, বিপুল পরিমাণ গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
গাজীপুরে জঙ্গি আকাশ নিহত
গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকায় অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে।
শনিবার ভোর থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একতলা বাড়িটি ঘিরে অভিযান চালায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
অভিযান শেষে র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও গাজীপুরের কোম্পানি কমান্ডার মুহিউল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযানে নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ (২৫) ও অজ্ঞাত আনুমানিক ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে একে-২২ বোরের একটি রাইফেল, তিনটি চাপাতি, বিপুল পরিমাণ গুলি, বোমা তৈরির সরঞ্জাম, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, আতাউর রহমান নামের এক ব্যবসায়ী ওই বাড়িটির মালিক। তিনি রাজধানী ঢাকায় থাকেন।
স্থানীয়রা জানায়, দেড় মাস আগে তিনি এই বাড়িটির নির্মাণকাজ শেষ করেন। আর এক মাস আগে ভাড়া দেয়া হয়।
এছাড়া ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে গাজীপুর সিটি কর্পোরেশনের নুয়াগাঁও পাতারটেক এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে ডিবি।
শনিবার সকাল ১০টার দিকে জনৈক ওসমানের দ্বিতীয়তলা বাড়িতে এ অভিযান শুরু হয়।
ডিবির ইন্সপেক্টর আমির হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে সেখান থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
কাগমারায় ২ জঙ্গি নিহত
টাঙ্গাইল শহরের কাগমারা এলাকায় একটি বাড়িতে র্যাবের অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে।
শনিবার সকালে কাগমারার মির্জা মাঠ সংলগ্ন বাবলু মিয়ার বাড়িতে এ অভিযান চালায় র্যাব।
অভিযানের বিষয়ে সদর থানার ওসি নাজমুল ভুঁইয়া জানান, ওই বাড়িতে ৭ জঙ্গি অবস্থান নিয়েছে- এমন গোপন খবরে র্যাব অভিযানে যায়।
এ সময় জঙ্গিরা র্যাবের উপস্থিতি টের পেরে গুলি ছুড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ওই বাড়িতে অভিযান অব্যাহত আছে। অপর জঙ্গিদের বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি।
Leave a Reply