টেস্ট ক্রিকেটের উন্নতিতে বাংলাদেশকে ইংল্যান্ড সাহায্য করবে বলে জানিয়েছেন দলটির ব্যাটিং কোচ রামপ্রকাশ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উত্তোরত্তর উন্নতি ঘটলেও টেস্ট ক্রিকেটে তেমনটা নয়। ২০০০ সালে টেস্ট ক্রিকেটের অঙ্গনে পা রাখার পর ১৬ বছরে মাত্র ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে ভালো দল হিসেবে নিজেদের প্রমাণ করতে পারলেও কম টেস্ট খেলার কারণে তার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এদিকে ইংল্যান্ডের ব্যাটিং কোচ রামপ্রকাশ মনে করেন, বাংলাদেশের বেশি টেস্ট ম্যাচ খেললে ভালো করবে।
ঘরের মাঠে টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ জিতেছে। বাংলাদেশের উন্নতি পর্যবেক্ষণ করা রামপ্রকাশ বলেন, ‘বাংলাদেশ দল দিনকে দিন উন্নতি করছে, যদিও টেস্ট খেলার সুযোগ খুব একটা পায় না। বাংলাদেশের আরো বেশি টেস্ট ম্যাচ খেলা দরকার। আমরা যতদূর সম্ভব তাদের (টাইগারদের) সাহায্য করবো।’
তিনি আরো বলেন, ‘অ্যান্ড্রু স্ট্রস (ইসিবির পরিচালক) টেস্ট ম্যাচের পরিধি বাড়ানো যায় কি-না, তা নিয়ে কথা বলছেন। আমরা এ বিষয়ে উন্নতির কথাই ভাবছি। বাংলাদেশে অনেক ভালো মানের খেলোয়াড় রয়েছে। গত বিশ্বকাপে দাপটের সঙ্গেই ইংল্যান্ডকে পরাজিত করেছিল। ওয়ানডে দুর্দান্ত দল বাংলাদেশ। তাদের অনেক খেলোয়াড়ই টেস্টে উন্নতি করার ইচ্ছা প্রকাশ করেছে। তাদের স্বাগত জানানো উচিত। টেস্ট উন্নতিতে বাংলাদেশের পাশে থাকবে ইংল্যান্ড।’
বর্তমান বাংলাদেশের সাথে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলছে ইংল্যান্ড। ২০ অক্টোবর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
Leave a Reply