ডেইলি চিরন্তন:মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের দিন ১৬ ডিসেম্বর থেকে গ্রাহক পর্যায়ে ডট বাংলা ডোমেইন নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ডট বাংলা ডোমেইন নিবন্ধন নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। বাংলাদেশের জন্য ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নম্বর (আইসিএএনএন) বোর্ডের স্বীকৃত দুটি ডোমেইনের একটি হল ডট বিডি (.bd), অন্যটি ডট বাংলা (.বাংলা)। বিটিসিএলের হিসাবে বর্তমানে ডট বিডির সক্রিয় নিবন্ধন সংখ্যা ৩৬ হাজার ৫০০।
গত ৫ অক্টোবর বাংলাদেশের জন্য ডট বাংলা ডোমেইনের বরাদ্দ চূড়ান্ত করা হয়। বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওন একই ডোমেনের আবেদন করেছিল। ডোমেইন কোনো একটি রাষ্ট্রের জাতীয় পরিচিতি হিসেবেও কাজ করে। যেমন ডট ইউকে ডোমেইন নামের কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে বোঝা যাবে, সেটি যুক্তরাজ্যের ওয়েবসাইট। তেমনি ডট বাংলা বল ইউনিকোড দিয়ে স্বীকৃত বাংলা ভাষার বাংলাদেশি ডোমেইন।
Leave a Reply