এক ওভারে ইমরুল কায়েস ও মুমিনুল হককে ফিরিয়ে ইংলিশ স্পিনার মঈন আলী দারুণ ধাক্কা দিয়েছিলেন টাইগার শিবিরে।
তবে ওপেনার তামিম ইকবাল ও বাংলাদেশের ‘দ্য ওয়াল’খাত মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত দেয়াল গুড়িয়ে দিলেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।
বাংলাদেশ ইনিংসে তামিমের অর্ধশতকের পরই তাকে ফেরানোর জোর আবেদন জানান মঈন আলী ও সতীর্থরা। ৪২তম ওভারে এ আবেদনের পর ৪৩তম ওভারেই রিয়াদকে ফেরান রশীদ। ৬৬ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন রিয়াদ।
এর আগে তামিম ও রিয়াদ মিলে হোঁচট খাওয়া বাংলাদেশ ইনিংসকে মেরামত করা শুরু করেন। দুইজন মিলে গড়েন ৯০ রানের জুটি। দলকে খেলায় ফেরান তারা।
ধৈর্য্য নিয়ে খেলে ইতিমধ্যে দলের জন্য প্রয়োজনীয় রান তোলার পাশাপাশি অর্ধশতক তুলে নেন তামিম ইকবাল। ৬ চারের সহযোগে তিনি এই রান সংগ্রহ করেন।
সর্বশেষ বাংলাদেশের সংগ্রহ ১১৯/৩। তামিম ৫৫ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ২৯৩ রানে গুটিয়ে যাওয়া ইংলিশদের বিপক্ষে শুরুটা ভালই করেছিল বাংলাদেশ।
তবে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে পরপর দুই উইকেট হারিয়ে বিপাকেই পড়েছেন টাইগাররা।
দলের হয়ে ব্যাট হাতে শুরু করেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন তারা।
১৪তম ওভারে মঈন আলীর বোলিং ঘূর্ণিতে প্রথম সাজঘরে ফেরেন ইমরুল। ৫০ বল খেলে ব্যক্তিগত ২১ রানে বোল্ড হন তিনি। এ সময় দলীয় সংগ্রহ ছিল ২৯ রান।
এরপর মাঠে নামেন মুমিনুল হক। তবে কোনো রান যোগ করতে না পেরেই ফেরেন তিনি। মাত্র ৩ বল খেলে মঈনের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন মুমিনুল।
২৯ রানে ২ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দু’দল। বিরতির পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন তামিম ইকবাল ও মাহমুদল্লাহ রিয়াদ।
এরআগে শুক্রবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়।
ইংলিশদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে দিনের প্রথম আঘাত হানেন স্পিনার তাইজুল। আর রেকর্ড গড়া মেহেদী হাসান মিরাজের আঘাতে ২৯৩ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।
Leave a Reply