বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থ আসরে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছেন রাজশাহী কিংসের আবুল হাসান। খুলনা টাইটান্সের বিপক্ষে এ কীর্তি গড়েন তিনি।
আল আমিন হোসেনের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে বিপিএলে এক ম্যাচে পাঁচ উইকেট নিলেন আবুল হাসান। খুলনা টাইটান্সের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে ৫ উইকেট নিতে ২৮ রান খরচ করেন অলরাউন্ডার আবুল হাসান। গত আসরে ৩৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন বরিশাল বুলসের পেসার আল আমিন। এছাড়া বিপিএলের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে পাঁচ উইকেটের ক্লাবে যোগ দেন রাজশাহী কিংসের এ পেসার আবুল হাসান।
হাসানের আগে বিপিএলের এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন মাত্র চার বোলার। বিপিএলের প্রথম আসরে ঢাকার হয়ে এ কীর্তি গড়েছিলেন মোহাম্মদ সামি। এরপর কেভন কুপার, থিসারা পেরেরা এবং আল-আমিন হোসেন ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম ওভারেই উইকেট নেন হাসান। তার বলে রিভার্স সুইপ করতে গিয়ে সহজ ক্যাচ দেন বিপজ্জনক রিকি ওয়েসেলস। দুই ওভারের প্রথম স্পেলে উইকেট একটিই, ১১ রান দিয়ে।
শেষের দিকে ফিরে দারুণ স্পেলে চার উইকেট তুলে নেন হাসান। চড়াও হওয়া মাহমুদউল্লাহকে স্লোয়ারে বিভ্রান্ত করার পরের বলে বিদায় করেন অলক কাপালীকে। হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া আরিফুল হকের উইকেট নেন নিজের পরের ওভারে। শফিউল ইসলামকে বোল্ড করে চলতি আসরে প্রথম বোলার হিসেবে নেন পাঁচ উইকেট।
শেষ পর্যন্ত আবুল হাসানের বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-২৮-৫। বিপিএলে সেরা বোলিং ফিগারে তার অবস্থান চতুর্থ। ৬ রানে পাঁচ উইকেট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি।
Leave a Reply