জন প্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুব-ই-জামিল বলেছেন, শিক্ষা প্রসারে বর্তমান যুগোপযোগি শিক্ষাকে কাজে লাগাতে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। সরকার নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভ‚মিকা পালন করে যাচ্ছেন। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি চিত্র বিনোদনের স্থান তৈরী করে দিতে হবে। অভিভাবকরা সচেতন হলে শিক্ষার্থীদেরকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখা সম্ভব। তিনি বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
তিনি গতকাল ১০ ডিসেম্বর শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বদিকোণাস্থ প্রগতি উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ¦ শাহ আলম. দাতা সদস্য আপ্তাব আলী, ম্যানেজিং কমিটির সদস্য শফিকুর রহমান, অভিভাবক সদস্য এমরান হোসেন জুনু, শিক্ষানুরাগী সদস্য ইকবাল হোসেন আফাজ, অভিভাবক লায়েক আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুল খালিক, সেলিনা জাহান, মৃদুল বরন আচার্য্য, পৃথ্বি কুমার ঘোষ, রতœা রাণী দাস, মোঃ শাহাজাদা, ভানু চন্দ্র পাল, জুবায়ের আহমদ, আব্দুস ছাত্তার প্রমুখ।
সভা শেষে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব ও পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
Leave a Reply