বিনোদন ডেস্ক ::
পূর্বনির্ধারিত ৩০ ডিসেম্বরেই মুক্তি পাবে চলচ্চিত্র ‘মুখোশ মানুষ’। রোববার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল।
তিনি জানান, ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রটি রুখতে এক শ্রেণির মানুষ উঠে পড়ে লেগেছে। তারা ইতিমধ্যেই ছবিটি নিয়ে নানা গুজব ছড়িয়েছে। সর্বশেষ গুজবটি ছিল ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিলের জন্য সেন্সর বোর্ডে চিঠি পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়।
পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, ”একটি মহল আমাদের ছবির বিরুদ্ধে নানা অবান্তর কথা রটিয়ে যাচ্ছে। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। অনেকে আমাকে ফোন করে জানতে চেয়েছে, আদৌ কি ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিল করা হয়েছে? এই বিভ্রান্তি দূর করতেই আজ আমরা একত্র হয়েছি। পূর্বনির্ধারিত মুক্তির তারিখেই চলচ্চিত্রটি মুক্তি পাবে।”
সংবাদ সম্মেলনে নির্মাতার পাশাপাশি আরও উপস্থিত ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান, অভিনেতা আদনান ফারুক হিল্লোল, নির্মাতা নোমান রবিনসহ আরও অনেকে। ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নওশীন, হিল্লোল, কল্যাণ, লামিয়া মিমো, রাইজা, বড়দা মিঠু, প্রসূন আজাদ প্রমুখ।
Leave a Reply