অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
অবরোধের ফলে সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ভর্তি জালিয়াত চক্রকে আড়াল করতেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টির দাবি জানান তারা।
এ দাবির সঙ্গে একমত পোষণ করে ক্যাম্পাস চালু রাখার দাবি জানান শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহবায়ক গিয়াস বাবু।
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বুধবার সকালে বন্ধ ঘোষণা করা হয় শাবি।
বুধবার সকালে শাবি উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া নিজ ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত আরো দুটি পৃথক আদেশে আগামী ১ জানুয়ারি পর্যন্ত ছাত্রদের তিনটি আবাসিক হল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।
একইসঙ্গে ক্যাম্পাসে যেকোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে।
আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়।
Leave a Reply