জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২৬ হাজার ৪১০ কোটি ৮১ লাখ টাকা।
বৃহস্পতিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, একনেক সভায় মোট ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২৬ হাজার ৪১০ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২২ হাজার ৭৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৩ হাজার ৯৪৭ কোটি ৪০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮৪ কোটি ৬৪ লাখ টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনাসচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।
Leave a Reply