রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানা থেকে ১৭টি গ্রেনেড উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
আজ রবিবার সূর্য ভিলা নামের ওই বাসা থেকে এক কিশোরের লাশ উদ্ধারের সময় ওই গ্রেনেডগুলো উদ্ধার হয় বলে জানিয়েছন ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সর্বমোট ১৯টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেনেড তৈরির সরঞ্জাম, কনটেইনার ও স্প্লিন্টার পাওয়া গেছে। জঙ্গিরা বেশ কিছু কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল ও প্রায় ১২ লাখ টাকা পুড়িয়ে নষ্ট করেছে।
মনিরুল ইসলাম জানান, আজ ঘটনাস্থল থেকে আফিফ কাদেরীর লাশ উদ্ধার হয়েছে। সে আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদেরীর যমজ দুই ছেলের একজন। তার হাতে একটি নাইন এমএম পিস্তল ছিল। । পাশে আরও একটি একই ধরনের অস্ত্র পড়ে ছিল। শনিবারও আরেকটি অস্ত্র উদ্ধার হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত আফিফ কাদেরী অনেক আগেই মুসার সঙ্গে হিযরত করেছিল। মইনুল ইসলাম মুসা ইমতিয়াজ পরিচয়ে ওই বাসা ভাড়া নিয়েছিল। মুসা নব্য জেএমবির প্রধান না হলেও অন্যতম প্রধান।
Leave a Reply