ডেইলি চিরন্তন:সিলেটের ৪ জেলায় শান্তিশৃঙ্খলা ভাবেই সম্পন্ন হয়েছে জেলা পরিষদ নির্বাচন। বুধবার সকাল ৯টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ২টা পর্যন্ত চলে সেই ভোট গ্রহণ । ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে ৪ জেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন,
১. সিলেট : এডভোকেট লুৎফর রহমান,
২. মৌলভীবাজার:মোঃ আজিজুর রহমান,
৩. সুনামগঞ্জ : নূরুল হুদা মকুট ও
৪. হবিগঞ্জ : ডাঃ মুশফিক চৌধুরী।
সিলেট জেলা::
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট লুৎফুর রহমান বিজয়ী হয়েছেন। আনারস প্রতীকে তার প্রাপ্ত ভোট ৭৯০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের এনামুল হক সর্দার পেয়েছেন ৫৭১ ভোট। বিজয়ী প্রার্থীর চেয়ে পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ২১৯। আওয়ামী লীগ প্রার্থীর কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
মৌলভীবাজার জেলা::
প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা পরিষদ নিবার্চনে নির্দলীয় প্রতীকে সাবেক জেলা পরিষদ প্রশাসক, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযুদ্ধা মো:আজিজুর রহমান (চশমা) মার্কা প্রতীক নিয়ে ৩শ ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজারে ১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
তার নিকটতম সাবেক এমপি ও বিএনপি নেতা চেয়ারম্যান এম এম শাহীন (আনারস) পেয়েছেন ২শ ৮৯ ভোট।
এদিকে, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ (মোটরসাইকেল) ২শ ৫৩ ভোট, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাবুল (প্রজাপতি) ৫৭, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ (ঘোড়া) ৫ ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুহেল আহমদ (তালগাছ) ২ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ জেলা::
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী সুনামগঞ্জ জেলা আ,লীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুট। তার প্রাপ্ত ভোট ৭৯৩ তার নিকটতম প্রতিদন্ধী আ,লীগের দলীয় মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এনামুল কবির ইমনের প্রাপ্ত ভোট ৪১৬। নুরুল হুদা মুকুট ৩৭৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হওয়ায় জেলা আ,লীগের নেতার্কমী ও সর্ব স্থরের জনসাধারনের উদ্যোগে বিজয় মিছিল বের করেছে। মিছিল টি জেলা বিভিন্ন গুরুত্বর্পূন সড়ক প্রদক্ষিন করে।
হবিগঞ্জ জেলা::
হবিগঞ্জ জেলায় চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী।
এদিকে হবিগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে অধিকাংশ আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন।
নির্বাচিত সাধারণ সদস্যরা হচ্ছেন ১নং ওয়ার্ডে নাজমুল হাসান, ২নং ওয়ার্ডে মনির হোসেন খান, ৩নং ওয়ার্ডে আশিক মিয়া, ৪নং ওয়ার্ডে আব্দুল মালিক, ৫নং ওয়ার্ডে আব্দুল মতিন, ৬নং ওয়ার্ডে সুলতান মাহমুদ, ৭নং ওয়ার্ডে আলাউর রহমান সাহেদ, ৮নং ওয়ার্ডে নূরুল আমিন ওসমান, ৯নং ওয়ার্ডে আব্দুল মুকিত, ১০নং ওয়ার্ডে আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ১১নং ওয়ার্ডে মোর্শেদ কামাল, ১৪নং ওয়ার্ডে সৈয়দ শামীম, ১৫নং ওয়ার্ডে মহিউদ্দিন কামাল। এখানে ১২নং ওয়ার্ডে আদালতে মামলা থাকায় একটি কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ১৩নং ওয়ার্ডে মামুনুর রশিদ ও ফরিদ আহমেদ তালুকদার ২৫টি করে ভোট পেয়েছেন। ফলে এ ওয়ার্ডে কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি।
সংরক্ষিত আসনে বিজয়ীরা হলেন (সংরক্ষিত-১) রওশন আরা আক্তার ভূইয়া লাকী, (সংরক্ষিত-২) শিরিন আক্তার, (সংরক্ষিত-৩) আলেয়া বেগম, (সংরক্ষিত-৪) সালেহা বেগম ও (সংরক্ষিত-৫) ফাতেমাতুজ্জহুরা রীনা। এ
Leave a Reply