দক্ষিন সুরমা প্রতিনিধি ঃ সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, জাতিকে শিক্ষিত করতে হলে শিক্ষক অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকতে হবে। সরকার বছরের প্রথম দিন ৪ কোটি ৩৫ হাজার ৯শ’ ২৯ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৬ কোটি ২৬ লাখ নতুন বই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এই পদক্ষেপ নিয়েছে। এর আগে কোনো সরকারই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে পারেনি। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে পড়ালেখায় বেশি উৎসাহিত হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগী হতে পরামর্শ দিয়ে তিনি বলেন- শিক্ষা ছাড়া উন্নয়নের কোনো উপায় নেই। আগামী দিনে দেশ পরিচালনা করার জন্য আজকের শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে দেশ আজ শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। তিনি আরো বলেন, নতুন বইয়ের আনন্দ উপভোগ করলেই চলবে না, শিক্ষার্থীদেরকে গাইড বই নির্ভর না হয়ে পাঠ্যবই এর প্রতি মনোযোগী হতে হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১লা জানুয়ারী রোববার ফেঞ্চুগঞ্জের ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, মাহমুদ সামাদ-ফারজানা গার্লস স্কুলে এন্ড কলেজ, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুরমার খালোমুখ পূর্বভাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পাঠ্যবই বিতরণ উৎসবে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদে অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) সালমা মোজাম্মেল, ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নূরুল হুদা, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস ছালেক, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহমদ, অধ্যক্ষ কিরিটি মোহন আচার্য্য, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, প্রধান শিক্ষক মইয়ুব আলী, শিক্ষানুরাগী শুকুর উদ্দিন, আব্দুল মন্নান, সানাওর আলী সোনা, প্রধান শিক্ষক শহিদুজ্জামান, প্রধান শিক্ষক রোজি বেগম, প্রধান অর্চনা রাণী, জিয়া খালেদ, আওয়ামীলীগ নেতা সাইস্তা মিয়া, আব্দুল মালিক সাইস্তা, সেলিম আহমদ মেম্বার, নজরুল ইসলাম মিফতা মেম্বার, সিরাজুল ইসলাম চৌধুরী, শানর মিয়া, মনসুর আহমদ,সিলেট জেলা ছাত্রলীগরে সহ-সম্পাদক ছদরুল ইসলাম, বেলাল আহমদ জীবন।
Leave a Reply