কোনো বাধা পদ্মা সেতু নির্মাণ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চরে সেতুর অ্যাপ্রোচ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মূল সেতুর কাজ শেষ হওয়ার আগেই জাজিরা অ্যাপ্রোচ সড়কের শিবচর-কাঠালবাড়ি অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেকের মাথা ব্যথা শুরু হয়েছে। কোনো বাধাই পদ্মা সেতু ঠেকাতে পারবে না।’
এখন পর্যন্ত মূল সেতুর ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, জাজিরা অ্যাপ্রোচ সড়কের শিবচর-কাঠালবাড়ি অংশের সমাপ্ত কাজের উদ্বোধন করা হলো। ঢাকা-মাওয়া অ্যাপ্রোচ সড়ক ও সার্ভিস এরিয়া-২ এর কাজও শতভাগ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াছমিন ছুটি, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, শিবচর পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান প্রমুখ।
Leave a Reply