প্রথমবারের মতো একসঙ্গে একই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন দিলারা জামান, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি।
রনি ভৌমিকের নির্দেশনায় একটি ইলেকট্রনিক পণ্যের বিজ্ঞাপনে তারা চারজন মডেল হিসেবে কাজ করছেন।
৮ জানুয়ারি থেকে রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে। দুটি পরিবারের গল্প নিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে। এতে দিলারা জামান ও জাহিদ হাসান মা-ছেলের চরিত্রে এবং চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি স্বামী-স্ত্রীর ভূমিকায় মডেল হিসেবে কাজ করছেন।
এর আগে তারা চারজন একে অন্যের সঙ্গে বিভিন্ন নাটকে অভিনয় করলেও একসঙ্গে কোনো কাজ করেননি। তবে দিলারা জামান, চঞ্চল চৌধুরী এবং ফারহানা মিলি ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘বিজ্ঞাপনের গল্প ভাবনা বেশ ভালো লেগেছে। তাছাড়া জাহিদ, চঞ্চল, মিলি এরা সবাই আমার খুব আস্থাভাজন। সবার সঙ্গে কাজটি করেও আনন্দ পাচ্ছি।’
জাহিদ হাসান বলেন, ‘যেহেতু সবাই আমরা একে অন্যের খুব কাছের, সে কারণে একটি পারিবারিক আমেজের মধ্য দিয়েই কাজটি করছি। মনে হচ্ছে সত্যি সত্যিই এটি আমাদের পরিবারেরই একটি গল্প।’
চঞ্চল চৌধুরী বলেন, ‘এর আগে এমন গল্প এবং এতো গুণী শিল্পীর অংশগ্রহণে কোনো বিজ্ঞাপনে আমার কাজ করা হয়ে ওঠেনি। আমি সত্যিই খুব খুশি একটি ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে।’
ফারহানা মিলি বলেন, ‘দিলারা জামান ম্যাডাম, জাহিদ ভাই, চঞ্চল ভাই এ তিনজনের সঙ্গে একই বিজ্ঞাপনে কাজ করতে পারাটা এক দারুণ অভিজ্ঞতার বিষয়। আশাকরি অনেক ভালো একটি কাজ হবে।’
Leave a Reply