নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দলের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে বঙ্গভবনে এই আলোচনা শেষে বেরিয়ে আসার সময় বঙ্গভবনের ফটকে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে নেতৃত্ব দিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নির্বাচন কমিশন সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।
এর আগে বিকাল চারটায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছেন।
Leave a Reply