ডেইলি চিরন্তন: সিলেট জেলা আইনজীবী সহকারি সমিতির বার্ষিক নির্বাচন ২৬ জানুয়ারী বৃহস্পতিবার। নির্বাচনে ১৪ পদের মধ্যে ৪টি পদে লড়ছেন ১০ জন প্রার্থী। সকাল ১০টা ৩০মিনিট থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকল রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন পরিচালক শ্রী দিলীপ চন্দ্র কর ও সহকারী নির্বাচন পরিচালক শ্রী বিপুল চন্দ্র দাস। জয় লাভের জন্য নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে ভোটারদের মনযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন।
ভোটের আগেই সাধারন সম্পাদক সহ চার টি পদে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন সাধারণ সম্পাদকপদে মোঃ ইকবাল হোসেন আফাজ ,নির্বাচনে সমিতির ইতিহাসে এই প্রথম কোন সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন,। এ প্রসঙ্গে সমিতির সভাপতি শ্রী দিলীপ চন্দ্র দেব চৌধুরী বলেন, ইকবাল হোসেন আফাজ তার কর্মদক্ষতা, সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে সমিতির সকল সদস্যের মন জয় করতে সক্ষম হয়েছেন। তাই এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আফাজের সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতায় অংশ গ্রহণ করেনি। এছাড়াও এবারের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র মল্লিক, কোষাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা ও সদস্য সজীব কুমার চন্দ্র ,সুলতান আহমদ চৌধুরী, শাহ মোঃ এমাদুল হক রাজন, শেখ হাসানুজ্জামান, রুমান আহমদ, মোঃ এনামুল হক ও নূরুল হক নাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা আইনজীবী সহকারি সমিতির নির্বাচনে সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, আতাউর রহমান চৌধুরী রুকেল, মোঃ জয়নাল আবেদীন ও মোঃ ফারুক আহমদ, সহ-সভাপতি পদে- মোঃ আব্দুল মুকিত ও মোঃ শফিউল আলম শুকুর, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফখরুল ইসলাম ও মোঃ ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক পদে মোঃ আবুল হোসেন ও মিন্টু দাশ (মিটু)। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন মো: জমির উদ্দিন ও সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন সুনীল চন্দ্র পাল নিবাস, মো: দিলাল উদ্দিন আহমদ, মো: আমির উদ্দিন, সেলিম আহমদ।
Leave a Reply