ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ সরকারের সব সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা।
আজ ময়মনসিংহ জিমনেসিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। মেলা চলবে তিনদিন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নূর-এ-আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনেয়ার হোসেন এবং নগর আওয়ামী-লীগের সভাপতি এহ্তাশামুল আলম।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তির (আইটি) কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে ডিজিটাল কর্মসূচির উদ্যোগ নিয়েছেন।
সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের সদস্য এবং রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
মেলায় ৫১টি স্টল স্থাপন করা হয়েছে। মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এর আগে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply