বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথমার্ধের ৪৫ মিনিট জুড়ে মাঠে বলের দখল ছিল বাংলাদেশ দলের হাতে। আক্রমণ, পাল্টা-আক্রমণ, গোলে শটের দিক দিয়েও এগিয়ে ছিল স্বাগতিক দল। ম্যাচ শুরুর পর থেকেই গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন মামুনুল-এমিলিরা। শেষ পর্যন্ত ৩৯ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের করা গোলে ১-০ প্রথমার্ধের খেলায় এগিয়ে যায় বাংলাদেশ দল।
বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে আজকের ম্যাচে জয় খুব প্রয়োজন ছিল! ড্র করলেও চলতো। কিন্তু এক গোলে এগিয়ে থাকার পর বাংলাদেশ দল রক্ষনাত্মক খেলায় ফিরে যায়।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই শ্রীলঙ্কা আক্রমণাত্মক মেজাজে খেলার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের আক্রমণের সামনে তারা সুবিধা করতে পারেনি। পুরো ম্যাচ জুড়ে শ্রীলঙ্কার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখতে সক্ষম হয় বাংলাদেশ দল।
ফলে শ্রীলংকা দল চেষ্টা করেও গোলের দেখা পায়নি। আর তাই ১ গোলের ব্যবধানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। এর মাধ্যমে গ্রুপ পর্বে রানার্স আপ দল হিসেবে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।
Leave a Reply