সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সরকার কোমলমতি শিশুদের লেখাপড়ার প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রাথমিক শিক্ষার ভীত মজবুত হলে শিক্ষার্থীরা সামনের দিকে অগ্রসর হতে পারবে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার প্রাথমিক শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক স্বল্পতা দূরীকরণ, মাল্টিমিডিয়া ক্লাস চালু সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। ফলে শিক্ষার্থীদের ঝরেপড়ার হার হ্রাস সহ শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি মনোযোগি হয়েছে। শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতার ফলে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের অগ্রণী ভ‚মিকা রাখার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার ১১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিনের সভাপতিত্বে, সহকারী শিক্ষা কর্মকর্তা মুসলিমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি তদন্ত ছাহাবুল ইসলাম, শিক্ষানুরাগী ফজলুল করিম হেলাল।
কায়েস্থরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক হুরোল জান্নাত রীপা, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক কবির আহমদ, জুনেদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহমান আনা, কামাল বাজার ইউনিয়ন আ’লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, লালাবাজার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত হোসেন, শিক্ষক শাহ ফারুক, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আশিক আলী ও নূরুল ইসলাম, ফারুক আহমদ মেম্বার, আব্দুল বাছিত ছুবা মেম্বার, শাহনূর মেম্বার, আকবর আলী মেম্বার, সাহেল চৌধুরী কামাল মেম্বার। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন আদিল আহমদ। গীতা পাঠ করে অদি দেব নাথ। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী স্কুল প্রাঙ্গণে স্টলগুলো পরিদর্শন করেন।
Leave a Reply